parbattanews

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের নগদ অর্থ সহায়তা প্রদান

গত ২২ মার্চ উখিয়ার পালংখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় ১২৬ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) কোস্ট ফাউন্ডেশন। সংস্থারটির পক্ষ থেকে বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে উখিয়ার বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান।

এই সময় উপস্থিত ছিলেন, পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী, সুজন উখিয়ার সভাপতি নুর মোহাম্মদ সিকদার, উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল, উখিয়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শফিক আযাদ, পালংখালী ইউপি নারী সদস্য পারভীন আক্তার, ইউপি সদস্য তোফায়েল আহমেদ, নুরুল আমিন, মোজ্জাফর আহমদ, জয়নাল আবেদীন, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন, পালংখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ মনজুর, আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন জুয়েল, আলী আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম আজাদ।

নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম, রেজাউল করিম, মো. ইউনুচ, জসীম উদ্দিন মোল্লা, শরিফুল ইসলাম ভুঁইয়া, সাহেদুল কবির মিনার, সাহেব আলী, আব্দুর রহমান, নুর মোহাম্মদ, নুর আহমদ, মুনসুর আলম, মিজানুর রহমান, নজরুল ইসলাম চৌধুরী, সাফকাত আলম চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ২০১৭ সালের ২৫ আগষ্ট থেকে মানবিক সহায়তা কর্মসূচি চালিয়ে আসছে কোস্ট ফাউন্ডেশন।রোহিঙ্গাদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা, জীবিকা, আয় বর্ধনমূলক কাজে সহায়তা করছে সংস্থাটি।

সর্বশেষ গত ২২ মার্চ বালুখালী ক্যাম্পে অগ্নি দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত ১২৬টি স্থানীয় পরিবারের মাঝে নগদ এক হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছে।

তাছাড়াও অগ্নিকাণ্ডের রাতে তাৎক্ষণিকভাবে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সহায়তাও প্রদান করেছে কোস্ট ফাউন্ডেশন।

Exit mobile version