parbattanews

অগ্নিকাণ্ডে সব হারানো শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিল ছাত্রলীগ

S LEGE copy

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই রাইখালী ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ত্রিশ পরিবারের শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বুধবার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও প্রতি পরিবারকে দশ কেজি করে চাল দেয়া হয়েছে।

এ সময় রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, জেলা সম্পাদক প্রকাশ চাকমা, সহসভাপতি রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন টিপু, থানা অফিসার জহিরুল ইসলাম, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মানিক, সহ-সভাপতি জামাল, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম. নুরু উদ্দিন সুমন, উপজেলা ছাত্রলীগ সম্পাদক এআর লিমন, সহ-সভাপতি বাবলু বিশ্বাস অমিত, আল অমিন, সাংগঠনিক ক্যজহলা মার্মা, রাইখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সালউদ্দিন, সাধারন সম্পাদক মিজানুর রহমান (মিজান) প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ সভাপতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি সমবেদনা জানান এবং পুণ:রায় শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও সংশ্লিষ্ট গাইড বই বিতরণ করা হবে বলেও আশ্বাস প্রদান করেন।

Exit mobile version