parbattanews

অগ্নিকান্ডের পর হতাশ হয়ে থাকলে চলবেনা, গোটা শহরকে আবার নতুন করে সাজাতে হবে: লে. কর্নেল গোলাম আরিকুর আলম

????????????????????????????????????

রুমা প্রতিনিধি:

রুমা জোন কমান্ডার লে. কর্নেল গোলাম আরিকুর আলম বলেন রুমা বাজারে অগ্নিকাণ্ড নিয়ে একে-অপরের মধ্যে কোনো রাজনীতি চলবে না। অগ্নিকাণ্ড নিয়ে আগে যা হয়েছিল, তা বাদ দিয়ে নতুন কিছু করার চিন্তা করতে হবে। দীর্ঘ মেয়াদের জন্য একটি সীস্টেমের মধ্যে এ রুমা বাজারকে উন্নয়নে সামনে দিকে নিয়ে যেতে হবে।

রোববার বিকেল ৫টায় রুমা সদর ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত অগ্নিকাণ্ডের পরবর্তী করণীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় রুমা জোন কমান্ডান লে. কর্নেল গোলাম আরিকুর আলম পিএসসি এসব কথা বলেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান অতিথি লে. কর্নেল গোলাম আরিকুর আলম বলেন, অনাকাঙ্খিত সংগঠিত অগ্নিকাণ্ড নিয়ে মন খারাপ করে সময় নষ্ট করাও ঠিক হবেনা। এদুর্দশা দিনে সবাইকে এক হয়ে কাজ করা সবচেয়ে ভাল হবে। তিনি আরো বলেন, বিভিন্ন জায়গা থেকে রুমায় আসা পর্যটকসহ নানা শ্রেণি লোকজনের কাছে এ পোড়াস্তুপ ভাল দেখাবে না। তাই পুড়ে যাওয়া স্তুপগুলো যথাসম্ভব তাড়াতাড়ি অপসারণ করতে হবে। সেনাবাহিনীর উদ্যোগে এই ময়লা অপসারণ কাজে সকল শ্রেণি মানুষের সক্রিয় অংশগ্রহনের আহবান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ চাহেল তস্তরী, মহিলা ভাইস চেয়ারম্যান জিংএংময় বম, রুমা থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শরিফুল ইসলাম শফিকসহ সেনাবাহিনী ও বিজিবি কর্মকর্তারা।

সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমার সভাপতিত্বে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন সদর ইউপি‘র সাবেক চেয়ারম্যান এসএমএ রাজ্জাক, মীর নাছির উল্লাহ, বাজার কমিটি সভাপতি উজ্জল ধর, সুধীর দাশ, মোহাম্মদ জসিম উদ্দিন ও পরিতোশ দাশ টিটু।

উল্লেখ্য যে, ২১আগস্ট দুপুরে মোহাম্মদ জামাল(৩১) নামে এক ব্যবসায়ী দোকানে গ্যাসের চুলায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে রুমা বাজারে বসতবাড়িসহ ৩৯টি দোকান ছাই হয়ে যায় এবং দেড় কোটি টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবী।

Exit mobile version