parbattanews

অটিজম ও প্রতিবন্ধীদের বাদ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: পাচউবো চেয়ারম্যান

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন- অটিজম ও প্রতিবন্ধি শিশুরা আমাদের সমাজের অংশ। তাদের বাদ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক) এর গিরিফুল প্রজেক্টের উদ্যোগে রাঙামাটিতে অটিজম ও অন্যান্য প্রতিবন্ধিতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির প্রয়াসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোয়াকের চেয়ারপার্সন মিসেস সুবর্ণা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক বিশ্বজিৎ চাকমা প্রমুখ।

Exit mobile version