parbattanews

অতি বর্ষণে রাঙামাটিতে প্রাইমারি স্কুলের কার্যক্রম স্থগিত

রাঙামাটিতে গত কয়েকদিন ধরে অতিবর্ষণ শুরু হয়েছে। অতিবর্ষণের কারণে জেলার প্রাইমারি স্কুলের সকল শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

সরকারি প্রতিষ্ঠানটি সমাজিক যোগাযোগ মাধ্যম তাদের নিজস্ব ফেইসবুক ফেইজে রোববার (১৯ জুন) এ ঘোষণা প্রদান করে।

ঘোষণায় বলা হয় ‘বর্তমানে অতি বৃষ্টিপাত জনিত কারণে রাঙামাটি পার্বত্য জেলায় পাহাড় ধসের কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং জেলা প্রশাসনের পরামর্শক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণি পাঠদান কার্যক্রম স্থগিত থাকবে ‘ ।

রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) মো. সাজ্জাদ হোসেন স্কুল বন্ধের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের দুর্ঘটনা এড়াতে আপাতত শিক্ষার্থীদের শ্রেণি পাঠদান কার্যক্রম স্থগিত থাকবে।

Exit mobile version