parbattanews

অনিককে বাঁচাতে এগিয়ে আসুন

 10426621_10204314691666748_4020096096990839556_n

একটি মানবিক সাহায্যের আবেদন

পার্বত্যনিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের মেধাবী ছাত্র আমিনুল ইসলাম অনিক; গত ১১ মার্চ রাতে চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাসগামী শাটল ট্রেন থেকে দ্রুত নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে অনিকের এক পা, অপর পা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়।

অনিক এখন ঢাকার পঙ্গু হাসপাতালে শয্যাসায়ী।

রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চল লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাথাছড়ায় তার বাড়ি।পরিবারের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত অসচ্ছল।পারিবারিক অসচ্ছলতার কারণেই তাকে প্রতিনিয়ত চট্টগ্রাম শহরে যেতে হতো টিউশনি করতে এবং কোচিং-এ ক্লাস নিতে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাথমিক চিকিৎসার ভার নিলেও অনিকের উন্নত চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব।

এখন সহৃদয় ও বিত্তবানসহ সকলের সম্মিলিত সাহায্যই বাঁচাতে পারে অনিকের জীবন। অনিকের জীবন ও স্বপ্ন বাঁচাতে হাত বাড়িয়ে দিতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন তার পরিবার।

প্রয়োজনে যোগাযোগের ঠিকানা : পঙ্গু হাসপাতাল (NITOR, Dhaka), Cabin No: 218; অনিকের বাবা মো. আব্দুল আলী : 01554466668, অনিকের চাচা মো. তোফাজ্জল : 01820351177; অনিকের বন্ধু : 01673160024(শাহাদাৎ ফরাজি সাকিব), 01670449837(প্রান্ত), 01921843345(রাসেল), 01832059433(অমিত) এবং 01682024356(রুদ্র)।

সাহায্য পাঠানোর ঠিকানা : মো. রহমত উল্লাহ রহমান, ইসলামি ব্যাংক, রাঙ্গামাটি শাখা, হিসাব নং : 10764; bKash নম্বর : 01881910995(Personal)

 

Exit mobile version