অনিবার্য কারণে স্থগিত ১২তম টাস্কফোর্স সভা


ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনগণের পুনর্বাসন বিষয়ে গঠিত টাস্কফোর্স-এর ১২তম সভা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।
এই সভাটি আগামী ২২ অক্টোবর ২০২৫, বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
টাস্কফোর্সের কাজের পরিধি ভারত থেকে ফিরে আসা উপজাতীয় শরণার্থী এবং দেশের অভ্যন্তরে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পুনর্বাসন ও উন্নয়ন নিয়ে। এবারের সভাটিতে এসব ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল।
চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে এবং পরবর্তী তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে।
সভাটি স্থগিতের বিষয়টি সংশ্লিষ্ট সকল জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, সার্কেল চিফ এবং সংশ্লিষ্ট কমিটি ও সংস্থাগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে।

















