parbattanews

অপপ্রচার কখনো সুফল বয়ে আনে না- ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান

BGB PIC copy

নিজস্ব প্রতিনিধি:

এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। অপপ্রচার কখনও সুফল বয়ে আনে না। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

সোমবার সকাল ১০টায় খাগড়াছড়ি জেলার পানছড়িস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোনের উদ্দ্যোগে এক মত বিনিময় সভায় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান একথা বলেন।

তিনি আরও বলেন, নিরাপত্তাবাহিনী ও বিজিবি প্রশিক্ষিত দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাদের। তাই অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও নির্দেশ দেয়া হয়েছে।

এগিয়ে যাওয়ার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে রিজিয়ন কমান্ডার বলেন, পর্যটন শিল্পে যারা বাধা সৃষ্টি করছে তাদেরও কোন ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে জনপ্রতিনিধিদের সহায়ক ভূমিকা একান্ত  প্রয়োজন।

সভায় এলাকার ইউপি চেয়ারম্যান, সসদ্য-সদস্যা, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গন্যমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময় করেন সদ্য যোগ দেয়া খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ রফিকুল হাসান পিএসসি, মেজর তানভীর, উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা প্রমুখ।

Exit mobile version