parbattanews

অপরাধ বিরোধী অভিযানে কারও প্রতিবন্ধকতা বরদাস্ত করা হবে না- লে.কর্ণেল খালেদ

28.10

রামগড় প্রতিনিধি :

রামগড় বিজিবি জোন কমান্ডার লে.কর্ণেল মো: খালেদ বিন ইউছুফ বলেছেন, চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ কাঠ পাচারসহ অপরাধ দমনে বিজিবির অভিযানে কারও হস্তক্ষেপ বা প্রতিবন্ধকতা বরদাস্ত করা হবে না। অপরাধ দমনে কঠোর থেকে কঠোরতম ভুমিকা নেয়া হবে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।

মঙ্গলবার রামগড় বিজিবি জোনের উদ্যোগে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় বক্তব্যকালে জোন অধিনায়ক লে. কর্ণেল মো: খালেদ বিন ইউছুফ এ কথা বলেন। তিনি আরও বলেন, মাদক পাচার, বিকিকিনিতে জিরো টলারেন্সও করা হবে না। জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইনশৃঙ্খলা তথা শান্তিশৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা সজাগ ও সক্রিয় ভুমিকায় নিয়োজিত।

জোন সদরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন, রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: শাহ জাহান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন, বিএনপির সভাপতি হাফেজ আহম্মদ ভুইয়া, ফটিকছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবুল হক চৌধুরি, রামগড় থানার অফিসার ইনচার্জ জোবায়েরুল হক, সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু, পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম(আলমগীর),মারমা উন্নয়ন সংসদের সভাপতি রুম্রচাই কার্বারী, ত্রিপুরা সংসদের সভাপতি নবীন কুমার ত্রিপুরা, মৌজা প্রধান আপুসু চৌধুরি ও কার্বারী আনন্দ মোহন ত্রিপুরা।

Exit mobile version