parbattanews

অপহরণের অভিযোগে বিলাইছড়িতে আটক ৫ জন জেলহাজতে


নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

অপহরণের অভিযোগে রাঙামাটির বিলাইছড়িতে যৌথবাহিনীর হাতে আটক ৫ জনকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আটকৃতরা হলেন- জীবন তঞ্চঙ্গ্যা (৪০), আপন তঞ্চঙ্গ্যা (২৫), শান্তি চাকমা (৩৮), রিপন তঞ্চঙ্গ্যা (২৬) ও সতেজ তঞ্চঙ্গ্যা (৩৫)। বিলাইছড়ি থানা পুলিশ ও আদালত সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে আদালতে হাজির করা হলে তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন, রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জৈষ্ঠ বিচারক জাহিদ আহমেদ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার পুলিশ ও নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে তাদেরকে বিলাইছড়ির ফারুয়া থেকে আটক করা হয়।

সূত্র জানায়, চলতি বছরের ১৯ ডিসেম্বর নীল চাঁদ তঞ্চঙ্গ্যা নামে বিলাইছড়ি উপজেলার ফারুয়ার এক স্থানীয় বাসিন্দাকে অপহরণ করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই ৫ জনকে আটক করে বিলাইছড়ি থানা পুলিশে সোপর্দ করা হয়।

শনিবার বাদী হয়ে বিলাইছড়ি থানায় একটি অপহরণ মামলা (নম্বর-৩ তারিখ: ২৪/১২/১৭) দায়ের করেন অপহৃত নীল চাঁদ তঞ্চঙ্গ্যার ছেলে সজীব তঞ্চঙ্গ্যা। নীল চাঁদ তঞ্চঙ্গ্যাকে এখনও উদ্ধার সম্ভব হয়নি।

Exit mobile version