parbattanews

অপহরণের দুই ঘণ্টা পর ধান ক্ষেত থেকে আহত অবস্থায় সাংবাদিককে উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় জাতীর দৈনিক ভোরের কাগজের উখিয়া প্রতিনিধি ও উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম আজাদকে অপহণের পর মুমূর্ষ অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১৫। পরে উখিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কাশিয়ার বিল এলাকার ধান ক্ষেত থেকে তাকে উদ্ধার করা হয়।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের উপজেলা হাসপাতাল গেইট সংলগ্ন এলাকার জাদিমুরা থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা।

অপহরণের বিষয়টি নিশ্চিত করে অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শফিক আজাদ।

তিনি জানান, ‘উখিয়া সদরে অবস্থিত অনলাইন প্রেস ক্লাবে সহকর্মীর জন্মদিনে কেক কাটা উৎসবে অংশগ্রহণ করেন জসিম আজাদ। অনুষ্ঠান শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা।’

এদিকে অপহরণের বিষয়টি জানাজানি হলে উখিয়া থানা পুলিশ ও র‍্যাব-১৫ সদস্যরা সাংবাদিক জসিম আজাদকে উদ্ধারে অভিযান শুরু করে।

র‍্যাব-১৫ সহকারী পুলিশ সুপার হাফিজ জানান, মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে আমরা নিশ্চিত হই ভিক্টিম জসিম আজাদ রাজাপালং হাসপাতালের আশে পাশের কোন স্থানে তার মোবাইল সুইচ অফ হয়। সেই তথ্যের ভিত্তিতে আমরা ওই এলাকাকে টার্গেট করে অভিযানে নামি। পরে রাজাপালং ইউনিয়নের কাশিয়ারবিল নামক স্থানের ধানক্ষেত থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উখিয়া সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। র‍্যাবের অভিযানের খবর জানার পরেই দুর্বৃত্তরা সাংবাদিক জসিম আজাদকে ধান ক্ষেতে ফেলে পালিয়ে যায়।’

এদিকে অপহৃত সাংবাদিকের সহকর্মীরা জানান, জসিম আজাদকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল। তার শরীরের নানা স্থানে মারাত্মক জখম রয়েছে। সহকর্মীরা আরো জানান, উদ্ধারের সময় সেলিম নামের এক সন্ত্রাসী অপহরণকারীকে তিনি চিনতে পেরেছে বলে জানান।’

Exit mobile version