parbattanews

অপহৃত ট্রলারসহ ২৮ মাঝিমাল্লার সন্ধান মিলেছে

ট্রলার
স্টাফ রিপোর্টার, কক্সবাজার:
বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া চ্যানেল থেকে ট্রলারসহ অপহৃত ২৮ জন মাঝি মাল্লার সন্ধান মিলেছে।

বৃহস্পতিবার বেলা ৫টা ২০ মিনিটের দিকে ট্রলারটি সহ ২৮ জনকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছে ট্রলার মালিক জয়নাল আবেদীন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তার মালিকাধিন এফবি জয়নাল নামের ফিশিং ট্রলার নিয়ে ৩০ জন মাঝি মাল্লা নিয়ে সোনাদিয়া চ্যানেলে মাছ আহরণ করছিল। এসময় জলদস্যুরা তার ট্রলারটিকে অপহরণ করে। পরবর্তীতে ওই ট্রলার থেকে দুইজন জেলে সাগরে লাফ দেয়। বাদশা ও সোলেমান নামের এ দুই জন জেলেকে অন্যান্য ট্রলার উদ্ধার করেছে। ওই  দুই জেলে তাকে ফোন করে বিষয়টি জানান। তিনি বিষয়টি কোস্টগার্ড সহ প্রশাসনকে অবহিত করেন। এরপর থেকে কোস্টগার্ড সদস্য সাগরের বিভিন্ন মোহনায় অভিযান শুরু করে।

তারা জানানোর পর পৃথক ৪ টি দল বঙ্গোপসাগরের বিভিন্ন মোহনায় অভিযান শুরু করে দুপুর ২ টা থেকে কোস্টগার্ড দ্রুতগামি নৌ যান (মেন্টাল যান) ও অভিযানে ব্যবহার করে। এর প্রেক্ষিতে জলদস্যুরা ট্রলারটি বঙ্গোপসাগরের জাহাজফাঁড়ি নামের মোহনায় রেখে পালিয়ে যায়। ট্রলার থেকে মাঝি-মাল্লারা বিকাল ৫টা ২০ মিনিটের দিকে ফোন করে তাকে বিষয়টি অবহিত করেন।

কোস্টগার্ডের কক্সবাজার স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এমএ নেওয়াজ জানান, কোস্টগার্ডের ব্যাপক অভিযানের কারণে জলদস্যুরা ট্রলার সহ মাঝি-মাল্লাদের ছেড়ে দিয়েছে। মালিক তাদের কূলে আনার চেষ্টা করছে।

Exit mobile version