parbattanews

অবরোধের মধ্য দিয়ে রাঙামাটিতে শেষ হলো পার্বত্য ভূমি কমিশনের দ্বিতীয় বৈঠক

news-pic

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি ও খাগড়াছড়িতে বাঙালীদের ডাকে চলমান অবরোধের মধ্য দিয়েই রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের দ্বিতীয় বৈঠক।

ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হক জানান, কমিশনের এ পর্যন্ত ১৫হাজার ৯৬৯ টি আবেদন জমা পড়েছে। তা যাচাই বাছাই ও শ্রেণী বিণ্যাস শেষে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে। জনবল সংকটের কারণে কমিশনের কার্যক্রম দ্রুত এগোনো যাচ্ছে না বলেও জানান ভূমি কমিশন চেয়ারম্যান। তিনি বলেন, অভিযোগ দেয়ার নির্ধারিত সময় শেষ হলেও সংক্ষুব্ধ যে কোন ব্যক্তি চাইলে অভিযোগ জমা দিতে পারবেন।

এর আগে অবরোধের মধ্য দিয়ে সোমবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি সার্কিট হাউজে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের দ্বিতীয় দফা বৈঠক শুরু হয়। কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হক বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, তিন সার্কেল চিফ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, রাঙামাটি ও বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

Exit mobile version