অবশেষে বান্দরবানের থানচির ইউএনও বদলি

জমির উদ্দিন:

বিক্ষুব্ধ ঠিকাদার এবং স্থানীয় জনগণের আন্দোলনের মুখে থানচি উপজেলা নির্বাহী অফিসার শেখ ছালেহ আহমদকে অবশেষে অন্যত্র বদলি করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিস সূত্র জানায়, ইউএনও শেখ ছালেহ আহমদকে থানচি থেকে কুমিল¬ার চান্দিনা উপজেলায় এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ছাইদুল হককে থানচি উপজেলা নির্বাহী অফিসারের শূন্যপদে বদলি করা হয়েছে। 

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সীমাহীন দুর্নীতির অভিযোগে থানচি উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ এবং দুটি স্কুল মেরামত প্রকল্পের বিল ২০১২-১৩ অর্থবছরের শেষ দিনে আটকে দেয়ায় ঠিকাদারগণ গত ৯ জুলাই থেকে তাকে অপসারণের দাবিতে লাগাতার আন্দোলনে নামে।

এদিকে, বদলি আদেশ পাওয়া ইউএনও শেখ ছালেহ আহমদ জানান, থানচি উপজেলায় তার নির্ধারিত কর্মমেয়াদ শেষ হয়ে যাওয়ায় এটি একটি স্বাভাবিক বদলি প্রত্রিয়া। আন্দোলনের সাথে এর কোনো সম্পর্ক নেই। তবে শেখ ছালেহ আহমদের বদলি আদেশকে বিক্ষুব্ধ ঠিকাদারগণ তাদের আন্দোলনের ফসল হিসেবেই দেখছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন