parbattanews

অবশেষে মুক্তি পেলো লক্ষ্মীছড়ির অপহৃতরা

মুক্তি

স্টাফ রিপোর্টার :

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস সংস্কার পন্থী) কর্মীরা অবশেষে মুক্তি পেয়েছে বলে জানা গেছে। সোমবার দুপুরের কোনো এক সময়ে অপহৃতদের ছেড়ে দেয়া হয়েছে বলে খবর পাওয়া যায়। জেএসএস সংস্কার পন্থী যুব সমিতির খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক কমল চাকমা সাংবাদিকদের কাছে মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

গত শনিবার (৭ নভেম্বর ) বিকাল ৫টার দিকে দুল্যাতলী ইউনিয়নের পশ্চিম চাইল্যাতলী এলাকা থেকে রুপন চাকমা(৩৭), অংগ্যজাই মারমা(৩৫), সুবংকর চাকমা(৩১), আকাশ চাকমা(৩২) ও কংচাই মারমা(৩০)নামে ৫ কর্মী অপহৃত হয়েছিল। এ অপহরণের সাথে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)কে অভিযুক্ত করা হয়। তবে ইউপিডিএফ এ ঘটনার সাথে জড়িত কিনা তা নিশ্চিত করা যায় নি।

কী কারণে জেএসএস সংস্কার পন্থী কর্মীরা অপহরণের শিকার হলো এ বিষয়ে কেউ মুখ খুলেনি। তবে ধারনা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে।

Exit mobile version