অবশেষে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

fec-image

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, নানা মহলের আপত্তিতে উক্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারি শিক্ষক নিয়োগ কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্মারক নং ৩৮.০১,৮৪০০.০০০.৯৯.০০৬.২৫-১৫৪৬ এর এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগের জন্য ১৪/১১/২০২৫ খ্রি. তারিখে নির্ধারিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত : স্থগিত করা হলো। উক্ত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি যথাসময়ে সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে।

এর আগে রোববার (৯ নভেম্বর) শিক্ষক নিয়োগের চলমান প্রক্রিয়া সম্পূর্ণ নিয়মবহির্ভূত, একতরফা ও বৈষম্যমূলক দাবি করে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, রাঙামাটি জেলা শাখা।

পরবর্তীতে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে রাঙামাটিতে আগামী ১৪ নভেম্বর শুক্রবার সহকারী শিক্ষক নিয়োগ জনসংখ্যানুপাতে করার দাবিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে ৮টি সংগঠনের ব্যানারে জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর সদস্য মিনহাজ মুর্শিদ ও সদস্য হাবিব আজমের মাধ্যমে একটি স্মারকলিপি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

স্মারকলিপিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তারিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ তথ্য বিভ্রাট এর কারণে আগামী ১৪ নভেম্বর ২০২৫ নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়।

তারই প্রেক্ষিতে মঙ্গলবার সকালে প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারি শিক্ষক নিয়োগ কমিটির মিটিংয়ে এক জরুরি বৈঠকে নিয়োগ স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জেলা পরিষদ, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন