parbattanews

অবসর মৌসুমে কাপ্তাই হ্রদে সকল ধরনের নৌকা ও বোট মেরামতে ব্যস্ত কারিগর

BOD copy

কাপ্তাই প্রতিনিধি:

দেশের পরিকল্পিত বৃহৎ কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য মৎস্য প্রজননের কারনে সকল ধরনের মাছ ধরা ও শিকার করা রাঙ্গামাটি জেলা প্রশাসকের পক্ষ হতে নিষেধ করা হয়েছে। ফলে নৌকা ও ইঞ্জিনচালিত বোটের মালিক, জেলেরা তাদের জাল, নৌকা ও ইঞ্জিন চালিত বোটগুলো দ্রুত এ  ফাঁকে মেরামত কাজে ব্যস্থ রয়েছে।

কাপ্তাই হ্রদে বছরে তিন মাসের জন্য মাছ ধরা বন্ধ থাকে। মালিকরা এ সুযোগে তাদের পুরাতন জাল, নৌকা, ইঞ্জিনচালিত বোটগুলো মেরামত করে নতুন রূপে গড়ে তোলে। কাপ্তাই হ্রদে কয়েক হাজার নৌকা ও বোট মেরামত করার জন্য কারিগরদের কাজে  ব্যস্থ থাকতে দেখা যায় এসময়ে।

এব্যপারে জানতে চাইলে কাপ্তাই হ্রদের বোট মালিক শাহাবুদ্দিন বলেন, মাছ ধরা বন্ধ তাই বোটগুলোর পুরাতন কাঠগুলো ফেলে দিয়ে নতুনভাবে মজবুত করে নিচ্ছি। নয়তো পরে আর সময় সুযোগ হবে না। আর অল্প কিছু দিনের মধ্যেই হ্রদে মাছ শিকারে অনুমতি মিলবে তাই দ্রুত মিস্ত্রী দিয়ে কাজ করিয়ে নিচ্ছি।

Exit mobile version