parbattanews

‘অবাধে বৃক্ষ নিধন থেকে সকলকে সরে আসতে হবে’

“দূর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে এইসময় অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, তথ্য কর্মকর্তা মোঃ হারুন, ১১৯ নং ভাইজ্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা এবং কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন।

এসময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, পাহাড়ধস, ভূমিধস, অবাধে বৃক্ষ নিধন থেকে আমাদের সকলকে সরে আসতে হবে এবং সকলের মধ্যে সচেতনতা আসলে আমরা এই সকল দূর্যোগ হতে রেহাই পাবো।

Exit mobile version