parbattanews

অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সারাদেশের ন্যায় বাঘাইছড়িতেও বিজিবি মোতায়েন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সারাদেশের ন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিজিবি মোতায়েন কার হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টায় (২৭ বিজিবি) মারিশ্যা ব্যাটালিয়ন সদর দপ্তর হতে ৫ প্লাটুন বিজিবি উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালনের লক্ষ্যে মোতায়েন করা হয় ।

এছাড়া ৫৪-বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে বিজিবি মোতায়ন করা হয়েছে । বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি জি আর্টিলারি, বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন।

২৭ বিজিবি জোনের কমান্ডার লে. কর্নেল শরিফুল্লাহ আবেদ, এসজিপি পদাতিক, বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন পরবর্তী উপজেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ১০ জানুয়ারি পর্যন্ত বিজিবি মোতায়ন রাখা হবে।

Exit mobile version