parbattanews

“অবাস্তবায়িত পার্বত্য শান্তিচুক্তির ধারাগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে”

পার্বতন্যনিউজ ডেস্ক:

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির যে সকল ধারাগুলো এখনো বাস্তবায়ন হয়নি তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। ভূমির প্রকৃত সত্ত্বাধিকারীদের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করা হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আ’লীগের দলীয় ইশতেহারের অংশ হিসেবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার(১৮ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আ’লীগের দলীয় ইশতেহার ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি আরও বলেন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করা হবে। সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃ গোষ্ঠী জাতির প্রতি বৈষম্যমূলক সকল প্রকার আইন ও ব্যবস্থার অবসান করা হবে।

এ সময় অতীতের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নিজস্ব ভাষায় শিক্ষার সুযোগ সৃষ্টি করে প্রয়োজনীয় বই বিনামুল্যে বিরতণ করা হচ্ছে এবং এটা অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা করেন।

Exit mobile version