parbattanews

অবৈধভাবে মালয়েশিয়াগামী ২২১ যাত্রী উদ্ধার : ট্রলার জব্দ

tolrer-
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী সাগর থেকে ২২১ যাত্রীকে উদ্ধার করেছে কোষ্টগার্ড সদস্যরা। এসময় ২ টি ট্রলারও জব্দ করা হয়েছে। মঙ্গলবার ভোরে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া যাত্রীর মধ্যে ২০ জন নারী এবং ১৭ জন শিশু রয়েছে।
কোষ্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. দেওয়ান রফিকুল আনোয়ার জানান, ২ টি ট্রলার যোগে মালয়েশিয়ায় পাচারকালে এ ২২১ যাত্রীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া যাত্রীদের সেন্টমার্টিন দ্বীপ থেকে টেকনাফে আনা হচ্ছে।

ট্রলারে থাকা কোষ্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. আরিফ জানান, ট্রলারে মোট ২২১ জন যাত্রী রয়েছে। এর মধ্যে উদ্ধার হওয়া যাত্রীর মধ্যে ২০ জন নারী এবং ১৭ জন শিশু রয়েছে। এরা সকলেই বাংলাদেশের নারায়নগঞ্জ, নরসিংদী, নোয়াখালী, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষিরা জেলার বাসিন্দা।
তিনি জানান, বিকাল ৩ টার দিকে তারা টেকনাফ পৌঁছবেন। টেকনাফ পৌঁছানোর পর এদের পুলিশের কাছে সোপর্দ করা হবে।

Exit mobile version