অবৈধভাবে সড়ক দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : কক্সবাজারে যোগাযোগমন্ত্রী

Pic Ministar

স্টাফ রিপোর্টার :

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অবৈধভাবে সড়ক দখল করে হাট বাজার বসিয়ে যানজট সৃষ্টির বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রী আরো বলেন, এ সরকার চলতি মেয়াদে ক্ষমতায় আসার পর ৫ টি স্বপ্নের প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে পদ্ধা সেতু, মেট্রো রেল, কর্নফুলী টার্নেল, এলিভেটেট এক্সপ্রেস ও মেরিন ড্রাইভ সড়ক।

এ প্রকল্পগুলো নিধারুন অবহেলার শিকার উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব প্রকল্প বাস্তাবায়ন হলে দেশের জাতীয় আয়ের উল্লেখযোগ্য একটি অংশ এখান থেকে অর্জন করা সম্ভব। মন্ত্রী আজ শনিবার বিকালে কক্সবাজারের উখিয়া অংশে মেরিন ড্রাইভ সড়ক পরির্দশকালে সংবাদ মাধ্যমকে এসব কথা জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনীর এস ডাভলিও ও এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহাব, মেজর জেনারেল আব্দুল কাদির,৬৫ ব্রিগেট এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মঈন, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন, ১৭ ইসিবি’র অধিনায়ন লেঃ কর্নেল এস এম আনোয়ার হোসেন, কক্সবাজারের পুলিশ সুপার মোঃ আজাদ মিয়া, কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী একে এম নুর ই আলম প্রমুখ।

১৯৯৪ সাল থেকে শুরু হওয়া কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ৮০ কিঃ মিঃ মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের কাজ ১৯৯৮ সাল থেকে সেনাবহিনীকে দেয়া হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন