parbattanews

অবৈধ পার্কিং ও ফুটপাত বেদখলে দূর্ভোগ রাঙামাটি শহরবাসীর

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটি শহরে অবৈধ পার্কিং ও ফুটপাত বেদখল দিন দিন বেড়েই চলছে। ফুটপাত বেদখল হয়ে যাওয়ায় ও অবৈধ পার্কিং এর কারণে পথচারীদের দূর্ভোগের পাশাপাশি বিঘ্ন ঘটছে স্বাভাবিক যানবাহন চলাচলে। চট্টগ্রাম রাঙামাটি সড়কের পুরাতন বাস স্টেশন থেকে ভেদভেদী পর্যন্ত এবং রির্জাভবাজার ও তবলছড়ি এলাকায় রাস্তার দুপাশে প্রায় সময় অবৈধভাবে পার্কিং করে রাখা হয় ট্রাক, বাস, ঠেলাগাড়ি ও মোটর সাইকেল।

এ ছাড়া ফুটপাতের উপর বালু ,ইট ,রড ,সিমেন্টসহ নিমার্ণ সামগ্রী ও ভ্যান গাড়ি দখল করে রাখে ফুটপাত। এতে পথচারীদের চলাফেরায় বিভিন্নভাবে অসুবিধা হয়। এসব কারণে সড়কে র্দূঘটনার ঝুঁকিও বেড়ে গেছে।

অপরদিকে রাস্তার পাশে ফুটপাতে ডাস্টবিন থাকলেও যেখানে সেখানে ফেলা হচ্ছে গৃহস্থালী ও দোকানপাটের ময়লা আর্বজনা। এতে শহরের সৌন্দর্য হানির পাশাপাশি ছড়াচ্ছে দূর্গন্ধ। এ ব্যাপারে পৌরসভা কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করার কথা থাকলেও এগুলো সরিয়ে নেওয়ার কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

এসব ব্যাপারে পৌর নবনির্বাচিত মেয়র মো. আকবর হোসেন চৌধুরী বলেছেন , রাঙামাটি শহরে যেসব সড়কে ফুটপাত বেদখল এবং অবৈধ পার্কিং করা হয়, এগুলো উচ্ছেদ করার দায়িত্ব প্রশাসনের । রাস্তার ফুটপাতে যেখানে সেখানে ময়লা আর্বজনা ফেলে মানুষ রাঙামাটি শহরকে প্রতিনিয়ত দূষিত করছে, তা মানুষের অসচেতনতামূলক কাজ বলে মনে করি। আমরা আমাদের সময় মত ডাস্টবিন পরিস্কার করিয়ে নিচ্ছি। তার পরও মানুষ যেখানে সেখোনে ময়লা আর্বজনা ফেলে থাকে।

তিনি আরো বলেছেন, রাঙামাটি শহরের ভেদভেদী,দেবাশীষ নগর বনরূপা,তবলছড়ি ও রিজার্ভবাজার গুলোতে রেমড্যাম ডাস্টবিন দেব, যাতে ব্যবসায়ীরা ওখানে ময়লা-আর্বজনা ফেলতে পারে। তবে রাঙামাটি পৌরবাসীকেও সচেতন হতে হবে।

তিনি আরো বলেন, আমি মেয়রের দায়িত্ব পালন করছি মাত্র দু’মাস। আমার ভবিষ্যতে অনেক পরিকল্পনা আছে পৌরবাসীর উন্নয়ন করার জন্য। তবে রাঙামাটির মানিকছড়ি হতে তবলছড়ি-রিজার্ভবাজার পর্যন্ত একটি সিটিগেইট করার আশ্বাসও দেন তিনি।

Exit mobile version