parbattanews

অভিভাবকদের অসচেনতার কারণে শিশুরা বিভিন্ন অপরাধে জড়াচ্ছে

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, অভিভাবকদের অসচেনতার কারণে শিশুরা বিভিন্ন অপরাধে জড়াচ্ছে।

তিনি বর্তমান সরকারকে শিক্ষা বান্ধব সরকার হিসেবে দাবি করে বলেছেন, শিশুদের প্রকৃত নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রয়েছে।

তিনি শনিবার সকালে খাগড়াছড়ি জেলা সদরে শব্ধমিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে এ কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অমিত্র লাল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা শিক্ষা অফিসার বেলা রানী দাশ, ওয়ার্ড কাউন্সিলার মো. শাহ আলম, সমাজ সেবক মো. আলী ও ওয়াজ মিয়া।

সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, সরকার বর্তমানে শিক্ষাকে সব চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বলেই বছরের প্রথম দিন প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিচ্ছে। বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে চালু করছে মিড ডে মিল।

Exit mobile version