parbattanews

অযোগ্য শিক্ষক নিয়োগের ফলে পার্বত্য অঞ্চলে শিক্ষার মান হুমকির মুখে পড়েছে- পিসিপি

img_20160916_110550

দীঘিনালা প্রতিনিধি:
শিক্ষার যথাযথ মান নিশ্চিতকরণ এবং পাবর্ত্য অঞ্চলের প্রাথমিক শিক্ষক নিয়োগে দূনীর্তি বন্ধ করার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পাহাড়ি ছাত্র পরিষদ। শুক্রবার সকালে উপজেলার বাবুপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে দীঘিনালা ডিগ্রি কলেজ চত্ত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিকেল চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা গণতান্ত্রিক যুব ফোরামের সাধারন সম্পাদক সজীব চাকমা, উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের সাধারন সম্পাদক জীবন চাকমা, দীঘিনালা ডিগ্রি কলেজ পিসিপির সভাপতি সুমেজ চাকমা।

সমাবেশে বক্তারা অযোগ্য শিক্ষক নিয়োগের ফলে পার্বত্য অঞ্চলে শিক্ষার মান হুমকির মুখে পড়েছে। পার্বত্যঞ্চলে শিক্ষক নিয়োগে দূর্নীতি বন্ধ করার দাবী জানান।

Exit mobile version