parbattanews

অসহায়দের পাশে মানিকছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে রাঙামাটি শহরের মানিকছড়ি এলাকার কর্মহীন, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানিকছড়ি কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(২৩ এপ্রিল) সকাল ৯টায় মানিকছড়ি কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী সমিতির নিজস্ব অর্থায়নে নিজ কার্যালয় প্রাঙ্গনে ২১০টি কর্মহীন ও অসহায় পরিবারদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

সমিতির সভাপতি নুরুল ইসলাম সওদাগর বলেন, সমাজের প্রতিটি ব্যাক্তি যে যার অবস্থান থেকে কর্মহীন হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ালে এই করোনার দুর্যোগের মুহুর্তে মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। করোনার এই ভয়াবহ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত আমরা সমিতির এই ত্রাণ চলমান রাখবো।

সরকারের পাশাপাশি বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দরা।

এসময় ছাত্র পরিষদের সাবেক জেলা সভাপতি মো. জাহাঈীর আলম, সমিতির সিনিয়র সহ সভাপতি ইউসফ, যুগ্ন সম্পাদক মো. সফি, সদস্য মো. আলমগীর তালুকদার, মো. আব্দুল হান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Exit mobile version