অসুস্থ ব্যক্তিকে ছড়া থেকে উদ্ধার করে বাঘাইহাট ৫৪বিজিবির চিকিৎসা প্রদান

fec-image

সাজেকের নিউথাংনাংপাড়া থেকে অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ নিউথাংনাং বিওপি। অসুস্থ ব্যক্তির নাম অজয় বিকাশ ত্রিপুরা(১৮)|

শনিবার নিউথাংনাং পাড়ায় মাছ ধরার সময় গুরুতর আহত হয়। পরে তাকে বিনামূল্যে চিকিৎসাসেবা সহ ওষুধ প্রদান করা হয়।

জানাযার, গত শনিবার নিউথাংনাং বিওপির আওতাধীন নিউথাংনাং পাড়ার বাসিন্দা অজয় ত্রিপুরা (১৮) পাহাড়ি ছড়ায় মাছ ধরার সময়, উচু পাহাড় থেকে পাথর পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে, বিজিবির সহায়তায় সাজেক হতে এ্যাম্বুলেন্সযোগে ব্যাটালিয়নে আনা হয়। পরে সেখানে মাথায় সেলাই করে উন্নত চিকিৎসা প্রদান করা হয়।

এব্যাপারে জপুইপাড়া গ্রামের বাসিন্দা কথিন কুমার ত্রিপুরা, বাঘাইহাট ৫৪ ব্যাটালিয়ন এর আওতাধীন জপুই বিওপি, সাজেক এ্যাডমিন বেইজ এর আওতাধীন প্রায়ই চিকিৎসা ক্যামপ অনুষ্ঠিত হয়। সেখানে আমাদের এলাকার অসহায় দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা সহ ওষুধ প্রদান করা হয়। চিকিৎসাসেবা পেয়ে আমরা খুশি

এব্যাপারে বাঘাইহাট ৫৪ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ আশরাফুল আলম এএমসি জানান, মাছ ধরার সময় অজয় বিকাশ ত্রিপুরার মাথায় বড় পাথর আচড়ে পড়ে। এতে সে চরমভাবে আঘাত প্রাপ্ত হয়। তার মাথায় সেলাই করে চিকিৎসাসেবা সহ ওষুধ প্রদান করা হয়েছে। সে এখন শঙ্কা মুক্ত।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন