parbattanews

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা, উড়ন্ত সূচনা

বিশ্বকাপে আজ অনুষ্ঠিত হচ্ছে আরও একটি হাইভোল্টেজ ম্যাচ। এবার মুখোমুখি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাট করার আমন্ত্রণ জানালেন দক্ষিণ আফ্রিকাকে। আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা দক্ষিণ আফ্রিকার। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভারে কোন উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ৫৯ রান।

নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা বড় ব্যবধানে জয় পেয়েছিলো শ্রীলঙ্কার বিপক্ষে। তবে অস্ট্রেলিয়া হেরে গিয়েছিলো ভারতের কাছে। সে ক্ষেত্রে আজ অস্ট্রেলিয়ার জয়ে ফেরার মিশন। আর দক্ষিণ আফ্রিকার মিশন ধারাবাহিকতা ধরে রাখার।

দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৮ রান করেছিলো লঙ্কানরা। জবাবে ৩২৬ রান করেছিলো শ্রীলঙ্কা। ১০২ রানে জয় পেয়েছিলো দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ভারতের বিপক্ষে ১৯৯ রানে অলআউট হয়েছিলো অস্ট্রেলিয়া। হেরেছিলো তারা ৬ উইকেটের ব্যবধানে।

দক্ষিণ আফ্রিকা দলে একটি পরিবর্তন আনা হয়েছে। কোয়েৎজিকে বাদ দিয়ে দলে নেয়া হয়েছে তাবরিজ শামসিকে।

অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ (উইকেটরক্ষক), মার্নাস স্টইনিজ, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল মার্শ, অ্যাডাম জাম্পা, জস হ্যাজলউড।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (উইকেটরক্ষক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মারর্কাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশভ মাহারাজ, লুঙ্গি এনগিদি, তাবরিজ শামসি।

Exit mobile version