parbattanews

অস্ত্রধারী চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে পাহাড়ের মানুষেরা এখন ঐক্যবদ্ধ- বীর বাহাদুর

নিজস্ব প্রতিবেদক :

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন, পাহাড়ের মানুষকে আর অস্ত্রের ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যাবে না। এলাকায় উন্নয়ন হচ্ছে, হবে। অস্ত্রবাজ সন্ত্রাসী, চাঁদাবাজ এবং জঙ্গিবাদকে মানুষ ঘৃণা করে। অস্ত্রধারী চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে পাহাড়ের মানুষেরা এখন ঐক্যবদ্ধ।

শনিবার বান্দরবানের রুমা উপজেলায় চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করতে গিয়ে তিনি এসব মন্তব্য করেছেন।

এ সময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, রুমা সেনা জোন কমান্ডার লে. কর্নেল গোলাম আরিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, পাবত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, সিভিল সার্জন উদয় চাকমা, রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং,পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শনিবার রুমায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের অর্থায়নে ৪৩ লক্ষ টাকা ব্যয়ে সাঙ্গু কলেজের ছাত্র হোস্টেল, ৪৩ লক্ষ টাকার ব্যয়ে সাঙ্গু কলেজের ছাত্রী হোস্টেল, ৯৫ লক্ষ টাকার ব্যয়ে সাঙ্গু কলেজের একাডেমিক ভবন এবং ৩০ লক্ষ টাকার ব্যয়ে রুমা পাইলট পাড়া মসজিদ নিমার্ণ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৩৫৬ নং পলি মৌজার হেডম্যানশীপ গ্রহণের সনদপত্র প্রদর্শনের একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

Exit mobile version