পেকুয়ায় অস্ত্রের মহড়া দিয়ে জমি দখলে নিতে গুলি বর্ষণ, আহত ২

fec-image

কক্সবাজারের পেকুয়ায় জমি দখলে নিতে প্রকাশ্যই গুলি বর্ষণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এ সময় হামলায় দুই কলেজ ছাত্র আহত হয়েছে।

রবিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোঁয়াখালী ফাতেহ আলী মাতবরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আহতরা হলেন একই এলাকার নুরুল হকের দুই ছেলে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের শিক্ষার্থী ওয়াহিদুল ইসলাম (১৮) ও চট্টগ্রাম বাকলিয়া কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম (২০)।

আহতদের চাচা আবু ছৈয়দ বলেন, প্রায় ১ একর ৫৪ শতক জমি নিয়ে বিরোধ চলছে একই ইউনিয়নের দ্বিয়াপাড়া গ্রামের আফতাব উদ্দিনের পুত্র রাসেল গংদের সাথে। জমি আমাদের ওয়ারিশসুত্রে প্রাপ্ত। দীর্ঘ ৯৪ বছর ধরে আমরা ভোগ দখল করে আসছি। রাসেল গং জমি দখলে নিতে তৎপর। জমিতে ধানের চারা রোপন শেষে বাড়ি ফেরার পথে রাসেলের নেতৃত্বে সন্ত্রাসী লিটন হেলালী, ভাই মিন্টু হেলালী, জিয়াবুল হকসহ ৮/১০জনের অস্ত্রধারী অতর্কিত হামলা চালায়। এ সময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে আতঙ্ক ছড়ায়। পুলিশ পৌঁছলে তারা পালিয়ে যায়।

স্থানীয়রা জানায়, লিটন হেলালী একজন অস্ত্রধারী ভয়ংকর সন্ত্রাসী। সে কিশোর গ্যাং লিডার। কয়েক বছর আগে ফখরুল ইসলাম মানিক নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা চেষ্টা চালায় লিটন। সে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বহুবার। কারাভোগও করেছে একাধিকবার। হত্যা, চাঁদাবাজি, হত্যা চেষ্টা, মারপিটসহ তার বিরুদ্ধে হাফ-ডজন মামলা রয়েছে। এছাড়া জমি দখল বেদখলের অভিযোগ রয়েছে ভুরি ভুরি। তার একটি বাহিনী রয়েছে। এলাকায় লিটন বাহিনী নামে পরিচিত। ওই বাহিনীর প্রধান লিটন। লিটনের ভয়ে তটস্থ এলাকাবাসী। কথায় কথায় সে অস্ত্র উঁচিয়ে গুলি ছোঁড়ে।

এ ব্যাপারে লিটন হেলালী বলেন, আমি চট্টগ্রামে। ঘটনার বিষয়ে আমি জানিনা। পরে আপনার সাথে কথা বলব বলে মোবাইলের সংযোগ কেটে দেন।

এ প্রসঙ্গে পেকুয়া থানার এস আই মিন্নাত জানান, গুলি বর্ষণ করে জমি জবরদখল করার চেষ্টার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন