parbattanews

আইনজীবী আবদুল মমিনের উপর হামলার প্রতিবাদে পিবিসিপি’র বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি:
এজলাস চলাকালে খাগড়াছড়ি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র আইনজীবী আবদুল মমিনের উপর হামলাকারী আইনজীবী অ্যাডভোকেট সুপাল চাকমাকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ। বৃহস্পতিবার সকালে পিবিসিপি খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজ প্রাঙ্গন হতে বিক্ষোভ মিছিল নিয়ে চেঙ্গী স্কয়ার অভিমুখে রওনা দিলে পুলিশ এতে বাঁধা প্রদান করে।

পরে বাধার মুখে খাগড়াছড়ি কলেজ গেইটে কলেজ শাখার সভাপতি আজম খাঁন অনিকের সভাপতিত্বে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম মাসুম রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, সাবেক কলেজ সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ। এছাড়া পিবিসিপির জেলা সভাপতি সাহাজাল ইসলাম সজল বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে সুপাল চাকমাকে পাহাড়ী সংগঠন ইউপিডিএফের অর্থ দাতা উল্লেখ করে বলেন গত ৬ অক্টোবর দুপুরে এজলাসে বিচারকের উপস্থিতিতে আইনজীবী আবদুল মমিনের উপর সুপাল চাকমার হামলায় স্থানীয় প্রশাসন ও জেলা বার এসোসিয়েশনের নীরব ভূমিকার সমালোচনা করেন।’

পিবিসিপি নেতৃবৃন্দ পুলিশী বাঁধার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষী আইনজীবী সুপাল চাকমার আইনজীবী সনদ স্থগিতসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ বার কাউন্সিলের নিকট জোর দাবী জানান। অন্যথায় খাগড়াছড়ি জেলাসহ তিন পার্বত্য জেলায় দুর্বার আন্দোলনের ডাক দেওয়া হবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারী দেন। পরে নেতৃবৃন্দ অ্যাড. সুপাল চাকমার সাথে ইউপিডিএফের সখ্যতা ও যোগসাজসের একটি নথি সাংবাদিক ও প্রশাসনিক কাজে নিয়োজিতদের মাঝে বিতরণ করেন।

Exit mobile version