parbattanews

আইনজীবী সুপাল চাকমাকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম

প্রেস বিজ্ঞপ্তি:

খাগড়াছড়ি জেলা বার এসোসিয়েশনের সিনিয়র আইনজীবী আবদুল মমিনের উপর হামলকারী আইনজীবী সুপাল চাকমাকে আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানিয়েছেন পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।

সোমবার এক বিবৃতিতে পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উপদেষ্টা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ-আল-মামুন ভূইয়া এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলকারী, এজাহারভূক্ত আসামী সুপাল চাকমাকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান।

বিবৃতিতে তিনি বলেন, এজলাসে বিচারকের উপস্থিতিতে প্রকাশ্যে এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড নজিরবিহীন। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আরেফিন আখতার নূরের বিচার কার্যক্রমের সমালোচনা করে গত ৬ অক্টোবর হামলার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও খাগড়াছড়ি সদর থানায় দায়েরকৃত মামলার এজাহারভূক্ত আসামী সুপাল চাকমাকে পুলিশ অদ্যাবধি গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন।

সুপাল চাকমাকে আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে তিন পার্বত্য জেলায় হরতাল, অবরোধসহ কঠিন কর্মসূচির হুশিয়ারি দেন পার্বত্য নাগরিক পরিষদের এ নেতা ।

Exit mobile version