parbattanews

আইনের বাইরে আমার যাওয়ার কোনো সুযোগ নেই- বিচারপতি আনোয়ার উল হক

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক বলেছেন, আমার পক্ষে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। আমার আইনের বাইরে যাওয়ার এখতিয়ার নেই। আপনাদের দাবী দাওয়া আমি সরকারের কাছে পাঠিয়ে দিয়েছি। আপনারাও চাইলে সরকারের সাথে কথা বলতে পারতেন।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সোমবার সকাল ১০টার দিকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের ঢাকা কার্যালয়ে সাক্ষাত করতে গেলে এ কথা বলেন তিনি।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আলম খান পার্বত্যনিউজকে এ কথা জানান।  পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়ার নেতৃত্বে উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সহ সভাপতি শেখ আহম্মেদ রাজু , সহ সভাপতি মোঃ আব্দুল হামিদ রানা এবং সিনিয়র যুগ্ম মহাসচিব এড. মোঃ আলম খান।

এড. আলম খান জানান,  এ সময় নেতৃবৃন্দ ভূমি কমিশন আইনের সাথে সংবিধানের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো তুলে ধরলে, চেয়ারম্যান তাদের আদালতে যাওয়ার পরামর্শ দেন।

এ ছাড়াও পরিষদ নেতৃবৃন্দ চেয়ারম্যানের নিকট আইনে বাঙালী প্রতিনিধি না থাকা, প্রচলিত আইন ও প্রথা, আইন না মানলে শাস্তি দেয়াসহ আইনের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন। জবাবে চেয়ারম্যান বলেন, আইনের বাইরে যাওয়ার কোনো এখতিয়ার নেই। আপনাদের দাবী দাওয়া নিয়ে সরকারের সাথে কথা বলতে পারেন। আপনারা যে দাবী দাওয়া, স্মারকলিপি আমি সরকারের কাছে পাঠিয়ে দিয়েছি।

Exit mobile version