parbattanews

আইন শৃঙ্খলা সভায় থানচিতে রোহিঙ্গা অনুপ্রবেশ ও বসবাস নিয়ে কড়া নজরদারীর আহ্বান

 

থানচি প্রতিনিধি:

বান্দরবানে থানচি উপজেলা হচ্ছে বার্মাঘেঁষা সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ও কক্সবাজার অঞ্চল থেকে রোহিঙ্গারা থানচির মতো দুর্গম পাহাড়ে বসবাস করছে কিনা সেবিষয়ে জনগণের সজাগ থাকার আহ্বান এবং প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে কড়া নজরদারী রাখার নির্দেশ দিযেছে উপজেলা প্রশাসন।

এই উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আইন শৃঙ্খলা কমিটি এক সভা আয়োজন করে।  সভায় উপরোক্ত নির্দেশ দেয়া হয়।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জনসেবা কেন্দ্র (গোল ঘর)এ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জাহাঙ্গীর আলম, প্রধান অথিতি উপজেলা চেয়ারম্যান জনাব ক্যহ্লাচিং মারমা, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, অফিসার ইন্চার্জ মোহাম্মদ সাহেদুল (ভারপ্রাপ্ত), ইউপি চেয়ারম্যান রনি মারমা, জেয়াঅং মারমা প্রমূখ বক্তব্য রাখেন ।

সভায় সামাজিক মধ্যম (ফেসবুক)’র সাম্প্রদায়িক ভাবে উস্কানি মূলক স্ট্যাটাস পোস্ট করার ক্ষেত্রে সজাগ থাকার আহ্বান জানানো হয় এবং উস্কানিমূলক পোস্টকারিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসন জানায়।

Exit mobile version