parbattanews

আউট সোর্সিংয়ের মাধ্যমে সাংবাদিকদের আয় বাড়াতে খাগড়াছড়িতে কর্মশালা

DSC02899

খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি পার্বত্য জেলায় আইসিটি মন্ত্রনালয়ের উদ্যোগে সাংবাদিকদের আউট সোর্সিংয়ের মাধ্যমে আয় বাড়ানোর জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল আমিন (শিক্ষা ও আইসিটি)’র সভাপতিত্বে কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন (সার্বিক) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন। এসময় দৈনিক অরণ্য বার্তা পত্রিকার সম্পাদক চৌধুরী আতাউর রহমান, প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া ও সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ বক্তব্য রাখেন। আইসিটি মন্ত্রনালয়ের ফ্রিল্যান্সিং ট্রেইনার মো. ইকরাম এ কর্মশালার প্রশিক্ষন দেন।

বক্তারা  বলেন, প্রযুক্তির অগ্রযাত্রায় আগামীতে আয়ের বড় উৎস ও কর্মসংস্থানের বৃহত্তর সেক্টর হবে আউট সোর্সিং। বর্তমান সরকার আউট সোর্সিং এর মাধ্যমে ঘরে বসে অনলাইনে বাড়তি আয় করার জন্য সারা দেশে আউট সোসিং বিষয়ে কর্মশালার উদ্যোগ নিয়েছে।

Exit mobile version