parbattanews

আওয়ামী লীগ থেকেও বহিষ্কার লতিফ সিদ্দিকী

pic-26_135475

নিউজ ডেস্ক

ঢাকা: মহানবী (সা.), হজ ও তাবলিগ জামায়াত নিয়ে আপত্তিকর মন্তব্য করায় এবার আওয়ামী লীগ থেকেও বহিষ্কার হলেন দলের প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকী।

রবিবার গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের কার্যনির্বাহী কমিটির রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এর আগে দুপুরে লতিফ সিদ্দিকীকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিউ ইয়র্ক সফরে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী। তবে তার চেয়েও হজ ও তাবলিগ জামাতের বেশি বিরোধী।’

তিনি বলেন, ‘এই হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাম নাই। এদের কোনো প্রডাকশন নাই, শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে।’

এমন মন্তব্যের পর টেলিযোগাযোগমন্ত্রীকে ‘মুরতাদ’ ঘোষণা দিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। এছাড়া প্রধান বিরোধী দল বিএনপি তার বক্তব্যকে ‘অবমাননাকর’ আখ্যা দিয়ে তাকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে।

Exit mobile version