parbattanews

আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের ঠিকানা, তাই নৌকায় ভোট দিন

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সজল বরন সেন বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়েরর ঠিকানা। আওয়ামী লীগ ছাড়া কেউ হিন্দু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করেনি। তাই নৌকা মার্মায় ভোট দিন।

তিনি বলেন, নৌকা জনগণের কল্যাণের প্রতীক, সম্প্রীতির প্রতীক। নৌকা বিজয়ী হলে মানুষ সুখে শান্তিতে থাকবে। এলাকার উন্নয়ন হবে। তাই আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার(২০ ডিসেম্বর) দিনব্যাপী মাটিরাঙ্গা উপজেলার গোমতি, তাইন্দং, বড়নাল ও আমতলীসহ হিন্দু অধ্যুষিত এলাকায় গণসংযোগ শেষে মাটিরাঙ্গা সদরের বলিটিলায় উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাটিরাঙ্গা কেন্দ্রীয় রক্ষাকালী মন্দিরের সহ-সভাপতি সমীর বনিকের সভাপতিত্বে উঠোন বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজী, সাবেক সভাপতি এমমএম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন, সহ-সভাপতি বাবুল বনিক, মাটিরাঙ্গা উপজেলা সনাতন ছাত্র ও যুব পরিষদের সাবেক সভাপতি সাগর চক্রবর্তী কমল এবং রতন বনিক প্রমুখ।

৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ বা নৌকা হেরে গেলে মাটিরাঙ্গা সন্ত্রাসের জনপদে পরিনত হবে। সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত হবে। ২০০১ সালের মতো আবারো মাটিরাঙ্গায় খুনের রাজনীতি শুরু করবে বিএনপি-জামায়াত উল্লেখ করে শান্তি ও সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান বক্তারা।

মান-অভিমানে যারা বিএনপিসহ বিভিন্ন দলে চলে গেছে তাদেরকে মান-অভিমান ভুলে হিন্দু সম্প্রদায়ের বৃহত্তর ঐক্যের স্বার্থে আওয়ামী লীগে ফিরে আসার আহ্বান জানান।

Exit mobile version