parbattanews

আগামীকাল তিন জেলায় বিক্ষোভ করবে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ

bangali satro parisod

প্রেস বিজ্ঞপ্তি :

পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এস. এম. মাসুম রানাকে উদ্দেশ্য প্রণোদিত গ্রেফতার, দীঘিনালা বি.জি.বি ক্যাম্পে হামলা, রাঙ্গামাটির বাঘাইছড়ির অবরোধ প্রত্যাহার এবং বান্দরবানের রোয়াংছড়িতে মুসলেউদ্দিনকে হত্যার প্রতিবাদে সোমবার তিন জেলায় বিক্ষোভ পালন করা হবে।

সংগঠনের নেতারা অভিযোগ করে বলেন, ছাত্রনেতা এস. এম. মাসুম রানাকে গ্রেফতার করে বাঙ্গালীদের অধিকার আদায়য়ের আন্দোলনকে স্থবির করতে চায় এবং উপজাতি প্রভুদের খুশি করার জন্য প্রশাসন সম্পূর্ন মিথ্যা ও সাজানো মামলা দিয়ে এই ছাত্রনেতাকে গ্রেফতার করেছে।

অন্যদিকে দীঘিনালা বি.জি.বি ক্যাম্পে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীদের হামলার মূলহোতাদের পুলিশ এখনো গ্রেফতার করতে না পারায় প্রশাসনের সমালোচনা করা হয় । রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজাতিদের ডাকা অনির্দিষ্ট কালের অবরোধ অবিলম্বে প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে তিন জেলা অচল করে দেয়া হবে। সংগঠনের নেতারা বলেন, এ সকল ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি এস. এম. মাসুম রানাকে অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবি জানান তারা।

Exit mobile version