parbattanews

আগামীকাল থেকে শহরে ১০ টাকা দামে চাল বিক্রি করা হবে: জেলা প্রশাসক

রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেছেন, করোনার কারণে মানুষ কর্মহীন হয়ে পড়ায় আগামীকাল অর্থাৎ রবিবার থেকে রাঙ্গামাটি শহরের ৯টি স্থানে ওএমএসের চাল প্রতি কেজি ১০ টাকা দামে বিক্রি করা হবে।

শনিবার (০৪ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস সংক্রমণের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের বিশেষ ওএমএস কার্যক্রম উপলক্ষে আয়োজিত জরুরি সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের ঘোষিত সাধারণ ছুটির কারণে মানুষ কর্মহীন হয়ে ঘরবন্দী। যার ফলে খেটে খাওয়া মানুষ ও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। এদের জন্যই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, সপ্তাহে প্রতি পরিবার ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন এবং প্রতি রবিবার, মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব চাল বিক্রয় করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

যেসব স্থানে চাল বিক্রয় করা হবে, রিজার্ভবাজার এলাকায় গীতাশ্রম মন্দির, শহীদ আব্দুল আলী একাডেমি, তবলছড়ি এলাকায় ইয়ুধ ক্লাব, রাঙ্গামাটি পাবলিক কলেজ, আসামবস্তি এলাকায় মাশরুম ট্রেনিং সেন্টার, ভেদভেদী এলাকায় সড়ক ও জনপথ কারখানা বিভাগ, সদর উপজেলা কার্যালয় প্রাঙ্গণ, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় ও কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এসব চাল বিক্রি করা হবে।

এসময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রাণী চৌধুরী, রাঙ্গামাটি রিজিয়নের জি টু মেজর মহিউদ্দিন ফারুকী, মেজর নাজমুল,অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুমাইয় নাজনিনসহ ৯ স্থানের ৯জন ডিলার।

Exit mobile version