parbattanews

আগামীকাল সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

shomabesh pic copy

রাঙামাটি প্রতিনিধি:

ভাড়ায় মোটরসাইকেল চালক ছাদিকুল ইসলামকে নৃসংশভাবে হত্যার প্রতিবাদে ও  পাহাড়ি সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। বিক্ষোভ মিছিলটি মঙ্গলবার বিকেলে কাঠালতলী নিজ কার্যালয় থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাঠালতলী এসে মিলিত হয়। পরে একটি সমাবেশ করেছে বাঙালী নেতা-কর্মীরা।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন, বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার  সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর উল্লাহ শফি এবং পার্বত্য শ্রমিক পরিষদের আহ্বায়ক রাসেল ইসলাম সাগর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,  ছাদিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সমাবেশে বক্তারা আরও বলেন, হরতালে সমর্থনের সকল জনগণকে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে সমাবেশ থেকে।

প্রসঙ্গত, ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাড়ায় মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামকে  (২৩) দুই উপজাতি মহালছড়ি বাসস্ট্যান্ড থেকে রাঙামাটির ঘিলাছড়ির উদ্দেশ্যে ভাড়া করে নিয়ে যায়। কিন্তু ছাদিকুল ইসলাম আর ফিরে আসেনি। তিন দিন নিখোঁজের পর বৃহস্পতিবার বিকালে রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় ছাদিকুল ইসলামের ক্ষতবিক্ষত লাশ মাটি চাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়।

Exit mobile version