parbattanews

আগামীতে প্রকৃত ত্যাগী ছাত্ররাই যেন ছাত্রলীগের নেতৃত্বে আসে: দীপংকর তালুকদার এমপি

খাদ্য মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলার সাংসদ  দীপংকর তালুকদার বলেন, আজকের বাংলাদেশে ছাত্রলীগ একটি সুসংগঠিত ছাত্র সংগঠন। সংগ্রামে আন্দোলনে তাঁদের ভূমিকা প্রশংসনীয়। আগামীতে যাতে প্রকৃত ত্যাগী ছাত্ররাই এ সংগঠনের নেতৃত্ব আসে, সেইজন্য সকলকে সজাগ থাকতে হবে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায়  কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমনের  সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলিব (এ আর লিমন) রেজা লিমনের  সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি  ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. হানিফ,  কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী , সহ সভাপতি প্রকৌশলী থোয়াইচিং মারমা, আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, দীপ্তিময় তালুকদার, প্রকৌশলী আবদুল লতিফ, বির্দশন বড়ুয়া,   সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন বাচ্চু।

সম্মেলনে প্রধান বক্তা  ছিলেন রাঙামাটি জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।
সম্মেলনে উদ্বোধন করেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সুমন।
এসময়  কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী  সংগঠনের  বিপুল সংখ্যক  নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Exit mobile version