parbattanews

আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণার আহ্বান জানালেন নওরোজ নিকোশিয়ার

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত আচরণবিধি মেনেই সকল রাজনৈতিক দলকে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার।

তিনি বলেন, মাটিরাঙ্গা জোন এলাকায় কেউ নির্বাচনের স্বাভাবিক পরিবেশ বিনষ্টের চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। নিরাপত্তার স্বার্থে ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভাড়ায় চালিত সকল মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

রোববার(২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় আরও বক্তব্য রাখেন মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর মো. মাজহারুল ইসলাম ভুইয়া, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ‘র সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক প্রমুখ।

মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় মাটিরাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আবু ইউসুফ চৌধুরী, মাটিরাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি এমএম জাহাঙ্গীর আলম ও মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলীসহ নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, শিক্ষক-সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version