parbattanews

আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ: কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামীতে সুন্দর একটি পরিবার, সমাজ, জাতি এবং দেশের সম্পদ হয়ে গড়ে উঠবে। তোমরা মোবাইল নিয়ে ব্যস্ত না থেকে নিজেদের জীবনকে যথোপযুক্তভাবে কাজে লাগিয়ে সুনাগরিক হয়ে গড়ে উঠবে।

তিনি শিশুদের ভালো করে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়ে পরিবার এবং সমাজের বোঝাকে হালকা করার আহ্বান জানান।

তিনি সোমবার (৩০ মে) খাগড়াছড়ি জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন”শীর্ষক প্রকল্পের জিওবি আওতায় দুই দিন ব্যাপী শিশু মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা প্রমুখ।

Exit mobile version