আজাদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে ‘রোডটুহাইয়ার স্টাডি’ সেমিনার

fec-image

আলীকদম উপজেলায় বেসরকারি গ্রন্থগার আজাদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে ‘রোডটুহাইয়ার স্টাডি’ শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম বলেছেন, ‘আশাকে জাগিয়ে রেখে সময়ের সদ্ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যাভ্যস গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে আমি খুব পছন্দ করি। কারণ তাদের মধ্যে আশার সঞ্চয় হলে তারাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে।’

বৃহস্পতিবার (৫ মে) উপজেলা রিসোর্স সেন্টার হল রুমে আজাদ স্মৃতি পাঠাগার সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিসোর্স সেন্টারের সহকারি ইন্সট্রাক্টর মোহাম্মদ আলমগীর, আলী কদম প্রেসক্লাব সভাপতি মমতাজউদ্দিন আহমদ ও চট্টগ্রাম বেপজা স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. হারুন-অর-রশিদ ও আলী কদম ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ এর শিক্ষক মো. রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন আজাদ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিমন।

প্রধান অতিথি মেহরুবা ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, ‘জীবনটাকে এগিয়ে নিতে হলে সেল্ফ মোটিভেশন প্রয়োজন। আশাটাকে জাগিয়ে রেখে জীবন তরি এগিয়ে নিলেই কাঙ্ক্ষিত সাফল্য ধরা দিবে।’ তিনি কীভাবে নিজের আত্মোন্নয়নে সচেষ্ট ছিলেন তার সংক্ষিপ্ত তথ্য-উপাত্ত তুলে ধরে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হয়ে উচ্চশিক্ষায় ব্রতী হওয়ার আহবান জানান।

সেমিনারে প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ বলেন, আলী কদম উপজেলায় আজাদ স্মৃতি পাঠাগার আমার গর্বের প্রতিষ্ঠান। ১৯৯৫ সালে আমরা ক’জনমিলে এ সংগঠন প্রতিষ্ঠা করি। এটি সরকারি নিবন্ধিত সংগঠন। ২০২১ সালে প্রথম বারের মতো আলীকদমে ‘রোডটুহায়ার স্টাডি’ সেমিনার আয়োজন করে সংগঠনটি। এর সুফল পেয়েছে স্থানীয় ১০ শিক্ষার্থী। তারা বর্তমানে ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জেকি মার্মা, রেজাউল করিম, সাইফুল ইসলাম রিমন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নাবিল শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণাদায়ক ও তথ্যবহুল বক্তব্য রাখেন।

এছাড়াও সেমিনারে উচ্চ শিক্ষায় নিজেদের কিভাবে সম্পৃক্ত করেছেন তার অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জেকি মার্মা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাবিল সাদিক ফাহিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াকুব আলী, গ্লোবাল ইসলামি ব্যাংকের অফিসার জুলকার নাইন, ভেটেনারি এন্ড এনিমেল সাইন্সের ছাত্র হাবিবুর রশীদ সুমন, ঢাবি শিক্ষার্থী মো. আরমান, আবু সৈয়দ ইবু, চবি শিক্ষার্থী ক্যানুমং তংচংগা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমাইন উলফাত সাফি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু ছৈয়দ, মোহাম্মদ হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে আজাদ স্মৃতি পাঠাগারের পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বলেন, আমাদের সময়ে আলী কদম থেকে গিয়ে ঢাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নূন্যতম অভিজ্ঞতা শেয়ারের কোন স্পেস ছিলনা। গত বছরের মতো এবারও আজাদ স্মৃতি পাঠাগার‘ রোডটুহাইয়ার স্টাডি’ সেমিনারের আয়োজন করে এ জনপদের শিক্ষার্থীদের গাইডলাইন দিতে পাশে দাঁড়িয়েছে।

সেমিনারে প্রধান অতিথি গত ২৭ রজমান আজাদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজিত সীরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন