parbattanews

আজ‌কে শিশুরাই হ‌বে স্মার্ট বাংলাদে‌শের চালক: ইউএনও

মা‌টিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডে‌জি চক্রবর্তী ব‌লে‌ছেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্য। শিশু জাতির শ্রেষ্ঠ সম্পদ। শিশুদের ভাল করতে হলে তাদের শিক্ষিত করে গড়ে তুলতে হ‌বে। ২০৪০ সা‌লে স্মার্ট বাংলা‌দে‌শের চালক হ‌বে আজ‌কের শিশুরাই। তাই শিশু‌দের দে‌শের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর স‌ঠিক ই‌তিহাস জানাতে হ‌বে।

জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ ম‌জিবুর রহমা‌নের জু‌লিও কু‌রি শান্তি পদক প্রা‌প্তির ৫০ বছর পূ‌র্তি উদযাপন উপল‌ক্ষে আ‌লোচনা সভা ও পুরস্কার বিতর‌ণী অনুষ্ঠানে সভাপ‌তি‌র বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজনে র‌বিবার (২৮‌ মে) বেলা ১১টায় উপজেলা সে‌মিনার হ‌লে আ‌য়ো‌জিত অনুষ্ঠা‌নে অন‌্যান‌্যদের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন, মা‌টিরাঙ্গা মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. আহ‌ম্মেদ মুহ‌সিন মে‌হেদী, উপ‌জেলা সমবায় অ‌ফিসার আমান উল্লাহ খান, উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা ,সবুজ আলী, মা‌টিরাঙ্গা বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের সহকারী শিক্ষক আলা উ‌দ্দিন হেলাল, মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ (তদন্ত) আমজাদ হো‌সেন ।

বক্তারা বঙ্গবন্ধুর কৃ‌তিত্ব ও স্বাধীনতা এবং জু‌লি ও কু‌রি জীবনী নি‌য়ে আ‌লোচনা করেন।

আ‌লোচনা শে‌ষে প্রথ‌মিক ও মাধ‌্যমিক পর্যায় চিত্রাঙ্কন প্রতি‌যো‌গিতায় বিজয়ী‌দের মা‌ঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস‌তিয়াক আহ‌মেদ, আই‌সি‌টি কর্মকর্তা, রা‌জিব রায় চে‌ধৈুরী, ম‌হিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হকসহ বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচা‌রি, স্কু‌লের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপ‌স্থিত ছি‌লেন।

Exit mobile version