আজ আবারো মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান

fec-image

এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে ক্রিকেট বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত আর পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরের লড়াইটি আজ মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত আটটায়।

দুই দলের মধ্যে কে ফেবারিট? লড়াইটা যখন ভারত-পাকিস্তানের। আগেভাগেই ভবিষ্যৎবাণী করা কঠিন। তবে সাম্প্রতিক ফর্ম আর এশিয়া কাপের পরিসংখ্যান বিচারে ভারতকে এগিয়ে রাখাই যায়।

এমনিতে ‘সমানে-সমান’ হলেও বড় টুর্নামেন্টে খেলতে নামলে বরাবরই ভারতের কাছে খাবি খায় পাকিস্তান। এশিয়া কাপে ভারতের বিপক্ষে সব ফরম্যাট মিলিয়ে নিজেদের সর্বশেষ চার ম্যাচ হেরেছে পাকিস্তান। ওই চার ম্যাচেই ভারত পরে ব্যাট করে জিতেছে।

আর টুর্নামেন্টের সার্বিক পরিসংখ্যান দেখলেও ভারতকেই এগিয়ে রাখতে হবে। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ১৪ ম্যাচ খেলে ৯টিতেই জিতেছে ম্যান ইন ব্লুরা।

তবে পরিসংখ্যান যতই পক্ষে থাকুক, মাঠের লড়াই সবসময়ই আলাদা। ভারতের জন্য বড় দুশ্চিন্তা হতে পারে রবীন্দ্র জাদেজার ছিটকে পড়া।

প্রথমপর্বে পাকিস্তানের বিপক্ষে জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল জাদেজার। বল হাতে ২ ওভারে মাত্র ১১ রান দিয়েছিলেন। পরে চাপের মুখে খেলেন ২৯ বলে ৩৫ রানের ইনিংস। শেষ ওভারে তিনি যখন আউট হন, ভারতের জয় তখন বলতে গেলে নিশ্চিত হয়ে গেছে।

জাদেজা ছিটকে পড়ায় ভারতীয় একাদশে ফিরবেন অক্ষর প্যাটেল। হংকংয়ের বিপক্ষে বিশ্রামে থাকা হার্দিক পান্ডিয়াও একাদশে জায়গা ফিরে পাবেন। তবে জ্বরে ভোগা আভেশ খানের থাকা অনিশ্চিত।

অন্যদিকে পাকিস্তান দলেও চোটাঘাত আছে। পেসার শাহনেওয়াজ দাহানি সাইড স্ট্রেনের কারণে খেলতে পারবেন না ভারতের বিপক্ষে। তার জায়গায় দেখা যেতে পারে হাসান আলি বা মোহাম্মদ হাসনাইনেকে।

ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত/দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আভেশ খান/রবিচন্দ্রন অশ্বিন, অর্শদীপ সিং, ইয়ুজবেন্দ্র চাহাল।

পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, নাসিম শাহ, হারিস রউফ, হাসান আলি/মোহাম্মদ হাসনাইন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ, ক্রিকেট, পাকিস্তান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন