parbattanews

আজ কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা

স্টাফ রিপোর্টার:
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব আজ প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হচ্ছে। গতকাল ছিলো মহা বিজয়া দশমী।

এ বছর তিথি অনুসারে মহা নবমী ও বিজয়া দশমী এইক দিনে অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে রাঙ্গামাটির প্রতিটি মন্দিরে মন্দিরে ভোরে শুরু হয় মহান নবমীর পূজা এবং সকাল থেকে শুরু হয় বিজয়া দমশীর পূজা। পূজা শেষে সকলে পূস্পাঞ্জলীর মধ্যে দিয়ে মাকে বিদায় জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা।

বিজয়া দশমী গতকাল শেষ হলেও পূজা উদযাপন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আজ কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আজ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

গত ৩০ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের ৪ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করেন।

আজ বিকালে শোভাযাত্রাসহকারে দেবী দুর্গা ও অন্যান্য দেব-দেবীর বিসর্জন দেয়া হবে। এ উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। জাতীয় দৈনিক গুলো এ উপলক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিজয়া দশমী উপলক্ষে দেশের সকল মানুষকে শুভেচ্ছা জানানো হয়েছে।

Exit mobile version