parbattanews

আট বছরের রাহুল ভাষা জানে চারটি !

পানছড়ি উপজেলার টিএন্ডটি টিলার শিমুল ত্রিপুরা ও চৈমাচিং মারমার সন্তান রাহুল ত্রিপুরার বয়স এখন আট। এর মধ্যে সে চারটি ভাষা রপ্ত করেছে। মারমা, ত্রিপুরা, চাকমা ও বাংলা ভাষায় কথা বলায় সে পারদর্শী। সহপাঠিরা তার মুখে ভাষাগুলো শুনার জন্য সব সময় আশ-পাশে ঘুরঘুর করে। রাহুলও মিশুক প্রকৃতির তাই কাউকে হতাশ করেনা বলা মাত্রই শুরু করে তার ভান্ডারে জমা থাকা ভাষাগুলো।

সে বর্তমানে পাইলট ফার্ম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নরত। রাহুল পানছড়ি ফুটবল একাডেমিরও একজন নিয়মিত শিক্ষার্থী। এবারের অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টূর্ণামেন্টে রাহুল নিজ বিদ্যালয়ের হয়ে অংশ নিয়েছে এবং সে ছিল টূর্ণামেন্টে সর্বকনিষ্ঠ খেলোয়াড়।

পাইলট ফার্ম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুশবু রোয়াজা বলেন, সে ভাষা জানার পাশাপাশি লেখাপড়া, খেলাধুলা ও দুষ্টুমিসহ তিনদিকেই পারদর্শী তবে নিয়মিত বিদ্যালয়ে আসে। পানছড়ি ফুটবল একাডেমির ফুটবল প্রশিক্ষক ক্যাপ্রুচাই মারমা জানান, বয়সে ছোট হলেও তার খেলার ধরণ খুব চমৎকার। পায়ে জোরালো শট আছে। নিয়মিত অনুশীলন করলে সে ভবিষ্যতে ভালো করবে।

Exit mobile version