parbattanews

আট বছর পর আফসানা মিমি

পার্বত্যনিউজ ডেস্ক:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি এখন অভিনয় থেকে বলা যায় অনেকটাই দূরে। রাজধানীর উত্তরায় বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমি নিয়েই ব্যস্ত তিনি। তবে সে ব্যস্ততা থেকেই সময় বের করে ‘দরজার ওপারে’ নামের এবারের ঈদের একটি  বিশেষ নাটকে অভিনয় করছেন তিনি।

বিশিষ্ট নাট্যকার বদরুল আনাম সৌদের রচনা এবং আরিফ খানের নির্দেশনা ও পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘দরজার ওপারে’-তে অভিনয় করছেন তিনি। নাটকটি দেখানো হবে চ্যানেল আই-তে।

আফসানা মিমি ১৯৯০ সালে বিটিভিতে ‘কোথাও কেউ নেই’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। লাভ করেন ব্যাপক জনপ্রিয়তা। এর পর তিনি বহু টেলিভিশন নাটকে এবং কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে ‘নদীর নাম মধুমতি’(১৯৯৮), ‘চিত্রা নদীর পাড়ে’(১৯৯৯), ‘প্রিয়তমেসু(২০০৯) উল্লেখযোগ্য।

পরবর্তীতে তিনি ‘মনের কথা’ নামে একটি টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপনা করেন। ২০১৩ সালের সেপ্টেম্বরে তিনি মুহাম্মদ জাফর ইকবালের গল্প ‘ক্যাম্প’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের পরিচালনার কাজও করেন।

Exit mobile version