parbattanews

আতংক ও নিরাপত্তা বেষ্টনিতে রামগড়ের চলছে ২য় দিনের হরতাল

 

রামগড় প্রতিনিধিঃ

১৮ দলীয় জোটের ডাকা টানা তিন দিনের হরতালের দ্বিতীয় দিনে খাগড়াছড়ির রামগড় সদর এলাকায় ঢিলেডালা ভাবে হরতাল পালিত হলেও রামগড়ের জালিয়াপাড়া, হাফছড়ি ও পাতাছড়ায় সর্বাত্বক হরতালের কারণে অচল হয়ে পড়েছে খাগড়াছড়ি জেলার সাথে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা।

এদিকে হরতালে রামগড়ের রাজনৈতিক মাঠ দখল রাখাকে কেন্দ্র করে গতকাল রামগড় পৌর এলাকায় ও জালিয়া পাড়ায় আওয়ামীলিগ ও বিএনপি মধ্যে সংঘর্ষের পৌর যুবদল নেতা নুর নবী (জামাল) ও শ্রমিক ইউনিয়নের লাইনম্যান কামাল হোসেনকে আওয়ামী নেতা কর্মীরা হামলা করায় গতকাল থেকে চৌধুরী পাড়া, বল্টুরাম টিলা, গর্জনতলী সহ রামগড় সদরে জনমতে আতংক বিরাজ করছে। তাছাড়া জালিয়াপাড়া গতকাল সন্ধায় স্থানিয় বিএনপি শান্তি পূর্ণ ভাবে বিক্ষোভ মিছিল করেছে।

সার্বিক নিরাপত্তায় রণসজ্জিত বিজিবি টহল  ও পুলিশের তৎপরতাসহ রামগড় সদরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের উপস্থিতি লক্ষ করা গেছে।

Exit mobile version